-6.2 C
New York

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় পুড়ে গেছে ৮টি দোকান।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন পেট্রোল পাম্পের মালিক মো. রাজিব মিয়া (৩৫), মো. রিয়াদ মিয়া (৪০) হারুন অর রশিদ (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে পেট্রোল পাম্পটিতে লাগা আগুন মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি শহীদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরারচর বাজারে অবস্থিত পেট্রোল পাম্পে প্রথমে আগুন লাগে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, রাতে একটি তেলের পাম্পে তেল আনলোডের কাজ চলছিল। এ সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Related Articles

Latest Articles