রাজধানীর নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিদ্যালয়টির ব্যবস্থাপক ও প্রশাসনিক কর্মকর্তা পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ আদেশ দেন।
এর আগে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে পবিত্রকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিশু নির্যাতনের ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুটিকে নিয়ে একটি অফিসকক্ষে প্রবেশ করেন এক নারী। তিনি প্রথমে শিশুটিকে চড় মারেন। এরপর সেখানে থাকা এক পুরুষকে শিশুটির গলা ও মুখ চেপে ধরতে দেখা যায়। আতঙ্কিত শিশুটি তখন কাঁদছিল এবং ওই নারী তার হাত চেপে রেখেছিল।
শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের সুপ্রিম কোর্টের রায় ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ।
