-6.2 C
New York

পাকিস্তানের কাছে হেরে রানার্স-আপ হওয়ার আশা ঝাপসা বাংলাদেশের

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষের আগের ম্যাচে পাকিস্তানের কাছে ৫-১ ব্যবধানে হেরে গিয়ে বড় ধাক্কা খেল লাল-সবুজরা। এই পরাজয়ে টুর্নামেন্টে রানার্স-আপ হিসেবে শেষ করার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। আক্রমণাত্মক ফুটসালে প্রথম গোল করার পর আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যেই তিনটি গোল করে ম্যাচ কার্যত নিজেদের করে নেয় পাকিস্তান। বাংলাদেশ একটি সান্ত্বনাসূচক গোল পেলেও ব্যবধান কমানোর সুযোগ আর তৈরি করতে পারেনি।

এই হারে পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। সাত দলের টেবিলে তারা নেমে গেছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১০, ফলে বাংলাদেশের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে তারা। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মালদ্বীপ।

এর আগে অবশ্য ভালো ছন্দেই ছিল বাংলাদেশ। মালদ্বীপের কাছে ৬-১ ব্যবধানে হার এবং ভারতের বিপক্ষে ৪-৪ ড্রয়ের পর টানা দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল দলটি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই গতি ধরে রাখা সম্ভব হয়নি।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ শনিবার নেপালের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান মঙ্গলবার মুখোমুখি হবে ছন্দহীন ভারতের। এখনও গাণিতিকভাবে দ্বিতীয় স্থানে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সে ক্ষেত্রে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়ার পাশাপাশি পাকিস্তানকে ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে।

Related Articles

Latest Articles