-4.6 C
New York

চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডা, সেই ইউএনওকে তাৎক্ষণিক বদলির আদেশ প্রত্যাহার

নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের তাৎক্ষণিক বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। 

গতকাল বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে এই বদলির আদেশ প্রত্যাহার করা হয়।

নতুন আদেশে ‘স্ট্যান্ড রিলিজ’ শব্দটি বাদ দেওয়ায় ২২ জানুয়ারি তার নতুন কর্মস্থলে যোগদানের যে বাধ্যবাধকতা ছিল, তা আর কার্যকর থাকছে না। পাশাপাশি নতুন কর্মস্থলে যোগদানের কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

আজ সকালে ইউএনও মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আপাতত নতুন কর্মস্থলে যোগদান করতে হচ্ছে না। প্রশাসনের নির্দেশ অনুযায়ী এখানেই আছি। নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কলমাকান্দাতেই দায়িত্ব পালন করব।’

এর আগে গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাসুদুর রহমানসহ আটজন ইউএনওকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছিল।

আদেশে বলা হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যেই তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ইউএনও মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া বাধা দেন। তখন ইউএনও এবং চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরদিন ১৯ জানুয়ারি বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করে। ২০ জানুয়ারি বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলির আদেশ দেয়।

তাৎক্ষণিক বদলির আদেশের প্রতিবাদে ২১ জানুয়ারি কলমাকান্দা উপজেলা মোড়ে কলমাকান্দার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

Related Articles

Latest Articles