-4.6 C
New York

চ্যাম্পিয়নস লিগ: লিভারপুল-বায়ার্ন-বার্সার দাপুটে জয়

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে ইউরোপের বড় ক্লাবগুলো। মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল, আর হ্যারি কেনের জোড়া গোলে ইউনিয়ন সেন্ট-গিলোইসকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। পিছিয়ে থেকেও স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

মার্সেইকে উড়িয়ে দিল লিভারপুল

আর্নে স্লটের অধীনে লিভারপুলের উড়ন্ত ফর্ম অব্যাহত রয়েছে। মার্সেইয়ের মাঠে ৩-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে অলরেডরা। গত নভেম্বরে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হারের পর এটি লিভারপুলের টানা ১৩ নম্বর অপরাজিত ম্যাচ।

আফ্রিকা কাপ অফ নেশনস থেকে ফেরার পর এদিনই প্রথম মাঠে নামেন মোহামেদ সালাহ। তবে গোল পাননি তিনি। প্রথমার্ধের শেষ দিকে বুদ্ধিদীপ্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন ডমিনিক জোবোসজলাই। ৭২ মিনিটে জেরেমি ফ্রিম্পংয়ের একটি প্রচেষ্টা গোলরক্ষক রুলির গায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নিলে ব্যবধান বাড়ে। শেষ দিকে বদলি খেলোয়াড় কোডি গাকপো গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।

শেষ ১৬-তে বায়ার্ন

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক হেডে গোলমুখ খোলেন হ্যারি কেন। এর কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

ম্যাচের এক পর্যায়ে কিম মিন-জে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। কেন আরেকটি পেনাল্টি মিস করে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেও দলের জয় আটকায়নি। চলতি মৌসুমে সাতটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তার গোল সংখ্যা এখন সাত।

বার্সার ঘামঝরানো জয়

ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও স্লাভিয়া প্রাগকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফার্মিন লোপেজের জোড়া গোলে বার্সা ঘুরে দাঁড়ালেও রবার্ট লেভানডভস্কির আত্মঘাতী গোলে বিরতির আগে সমতা ফেরে (২-২)। তবে দ্বিতীয়ার্ধে দানি ওলমোর দর্শনীয় গোল এবং শেষ দিকে লেভানডভস্কির লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

অন্যান্য ফলাফল

সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩-০ গোলে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। অন্যদিকে, সাইপ্রাসের ক্লাব পাফোসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। নীলদের নতুন কোচ লিয়াম রোজেনিয়ার তার অভিষেক চ্যাম্পিয়নস লিগ ম্যাচে জয়ের দেখা পেলেন।

তুরস্কের ক্লাব গ্যালাতাসারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ধাক্কা খেয়েছে আতালান্টা, নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। অন্যদিকে বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে জুভেন্টাস। আর বড় চমক দেখিয়েছে কারাবাগ, তারা ৩-২ গোলে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

আগামী বুধবার (২৮ জানুয়ারি) লিগ পর্বের শেষ রাউন্ডের ১৮টি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে।

Related Articles

Latest Articles