-4.6 C
New York

পুলিশ এখন ডাণ্ডা মারে না, গুলিও করে না: এম সাখাওয়াত হোসেন

‘পুলিশ এখন ডাণ্ডা মারে না, গুলিও করে না’ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণের পর আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘দেশ কেমন চলছে?’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘ভালো-মন্দ আপনার ব্যাপার। যদি মনে করেন ভালো চলছে, তো ভালো চলছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, দেশে যে মাফিয়ারা ছিল, তারা এখন নেই। বাজার নিয়ন্ত্রণও কমে গেছে। পুলিশ এখন ডাণ্ডা মারে না, গুলিও করে না—আমরা করতে দেই না।’

মতবিনিময় সভায় এই উপদেষ্টা বলেন, ‘আমরা এর আগে যা দেখেছি, তার যেন পুনরাবৃত্তি না হয়—যেখানে সরকারের হুকুমে দেশের নাগরিককে হত্যা করা হয়েছে। মারার পর আবার ভ্যান গাড়িতে চড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক ইতিহাস পড়েছি, প্রামাণ্য চিত্র দেখেছি, কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি।’

তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে। এটা করার কারণ ক্ষমতা পাকাপোক্ত করে সারা জীবন টিকে থাকা। সে সময় একক ক্ষমতা দেখেছি। মন্ত্রীপরিষদ থাকার পরও মন্ত্রীদের কোনো কাজ ছিল না। তারাও যা করতেন, তা প্রধানমন্ত্রীর নামে। প্রধানমন্ত্রী ছিলেন এ দেশের বিধাতা। চরম স্বৈরাচারিতা বলতে যা বোঝায়, তারও একধাপ ওপরে ছিলেন তারা।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের বুকের রক্ত দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিষ্ঠার প্রধান কারণ সেই অবস্থা থেকে পরিবর্তন আনা। সেই পরিবর্তন আনতে পারে জুলাই সনদ।’

দেশের পরিবর্তনের জন্য সবার সহযোগিতা দরকার উল্লেখ করে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

এর স্বপক্ষে তিনি বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোট দিলে ক্ষমতা কুক্ষিগত হবে না, ভাগাভাগি হবে; নির্বাচন পদ্ধতিতে নিরপেক্ষ লোকজন বসবে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য যা করার তাই করা হবে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘গণভোট নিয়ে এখন অনেক প্রচারণা হচ্ছে। সংবিধানের কিছু পরিবর্তন আমরা করতে পারি না, যদি পারতাম তাহলে আপনাদের সামনে এসে কথা বলতাম না। নিজেরাই সংবিধান পরিবর্তন করে ফেলতাম। যেহেতু সংবিধান পরিবর্তন করতে সংসদে যেতে হবে, সেই জায়গায় আপনারা যদি “হ্যাঁ” বলেন, তাহলে আপনাদের নির্বাচিত প্রতিনিধির কোনো ক্ষমতা থাকবে না সেখানে গিয়ে নেগেটিভ কথা বলার।’

মতবিনিময় শেষে উপদেষ্টাদের সম্পদের বিবরণ নিয়ে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘ক্যাবিনেটে আমাদের সবার সম্পদের বিবরণ জমা দেওয়া আছে। যতদূর জানি, ক্যাবিনেটের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন।’

Related Articles

Latest Articles