ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ মারা গেছেন।
আজ বুধবার দুপুরে পরিচালক সমিতির উপ-মহাসচির অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় উত্তরায় নিজবাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।’
১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
খ্যাতিমান পরিচালক মুস্তাফিজ তার নাম জাভেদ দিয়েছিলেন।
জাভেদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে, মালেকা বানু, নিশান, পাপী শত্রু, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানি, জীবন সঙ্গী, আবদুল্লাহ।
