জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিন আরোহী নিয়ে একটি দর্শনীয় ভ্রমণের হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের ভ্রমণের জন্য হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, কিন্তু আর ফিরে আসেনি।
বিকেল নাগাদ মাউন্ট আসোর পাঁচটি শৃঙ্গের অন্যতম নাকাদাকে আগ্নেয়গিরির গহ্বরে পুলিশের হেলিকপ্টার থেকে বিমানসদৃশ একটি বস্তু চোখে পড়ে। তবে সেটি নিখোঁজ হেলিকপ্টার কি না, কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।
স্থানীয় গণমাধ্যম জানায়, হেলিকপ্টারটির ৬৪ বছর বয়সী পাইলট ছিলেন অভিজ্ঞ—তার ৪০ বছরের উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল। তার সঙ্গে ছিলেন এক পুরুষ ও এক নারী যাত্রী, দুজনই তাইওয়ানের নাগরিক।
যুক্তরাষ্ট্রের তৈরি রবিনসন আর৪৪ মডেলের এই হেলিকপ্টারটি সেদিন তৃতীয় দফায় পর্যটকদের নিয়ে ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়। হেলিকপ্টার পরিচালনাকারী তাকুমি এন্টারপ্রাইজ জানায়, এর আগের দুটি যাত্রায় কোনো সমস্যা দেখা যায়নি।
মঙ্গলবার নাকাদাকে এলাকায় মেঘলা আবহাওয়ার খবর পাওয়া যায় এবং সে কারণে সন্ধ্যায় অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়। আজ বুধবার সকালে আবার অভিযান শুরু হয়।
সংবাদ সংস্থা জিজি জানায়, ঘটনার পর তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টার উড্ডয়ন বন্ধ রেখেছে।
দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোতো প্রদেশে মাউন্ট আসোর প্রাকৃতিক দৃশ্যের ওপর হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের অন্যতম বড় আকর্ষণ।
২০২৪ সালে মাউন্ট আসোর ওপর দিয়ে উড়তে থাকা তাকুমি এন্টারপ্রাইজের একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়, এতে হেলিকপ্টারে থাকা তিনজন আহত হন।
মাউন্ট আসোতে সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে অগ্ন্যুৎপাত হয়, তখন আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গিয়েছিল।
