-3 C
New York

‘শাস্তি’ সিনেমার চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত: পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করবেন। এই সিনেমায় প্রথমবারের মত তাকে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে।  

সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণায় নিজের জীবনের একটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে পরীমনি বলেন, ‘পরিচালক প্রথম যখন আমাকে চিত্রনাট্য শোনান, আমি মুহূর্তেই রাজি হয়ে যাই। কারণ এর আগে অনেকেই পছন্দের চরিত্র নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, তখন আমি বলেছি-রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরিত্রে অভিনয় করতে চাই। শাস্তি সিনেমার মত চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে ছিলাম। এবার সেটি পূর্ণ হচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটি সুন্দরভাবে শেষ করেতে চাই।’

তিনি আরও বলেন, ‘নানা প্রতিবন্ধকতার মাঝে কাজকে ফোকাস করে এগিয়ে যাচ্ছি। দিনশেষে দর্শকের মাঝে বেঁচে থাকার মত একটি কাজ চাই, একটি চরিত্র চাই। আমার মনে হয়, শাস্তি সিনেমার মাধ্যমে সেটি পূর্ণ হতে চলেছে। আমি নতুন এই চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত।’

সিনেমাটির নির্মাতা লীসা গাজী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প শাস্তি অবলম্বনে এই সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। মূল গল্প থেকে হয়তো অনেক শাখা-প্রশাখা বেরিয়েছে। গল্প থেকে আমরা বীজটা নিয়েছি। এই সিনেমা দেখতে গিয়ে কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটি চান, সেটি কিন্তু হবে না। আমাদের গল্পটি রূপান্তর। এই সিনেমার চিত্রনাট্য আমরা তিনজন মিলে লিখেছি। এখনো কিছু ঠিক করিনি। আরও পরিবর্তন হবে।’

Related Articles

Latest Articles