-6.2 C
New York

নাজমুলের জবাব ‘সন্তোষজনক ও ইতিবাচক’, জানাল বিসিবির শৃঙ্খলা কমিটি

বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন পরিচালক এম নাজমুল ইসলাম। নির্ধারিত সময়ের চেয়ে এক দিন দেরিতে জমা পড়লেও তার ব্যাখ্যাকে ‘সন্তোষজনক ও ইতিবাচক’ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ফাইজুর রহমান।

গত সপ্তাহে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যর্থ হলে খেলোয়াড়দের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ দাবি করবে না বিসিবি। তার যুক্তি ছিল, আগের কোনো বৈশ্বিক আসরে খারাপ পারফরম্যান্সের পরও বোর্ড কখনো খেলোয়াড়দের কাছে অর্থ ফেরত চায়নি। তবে এই মন্তব্য ঘিরেই তৈরি হয় তীব্র বিতর্ক।

নাজমুলের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগ দাবি করে এবং দাবি না মানা হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দেয়। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে গত বৃহস্পতিবার নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচই মাঠে গড়ায়নি। পরে খেলোয়াড় ও বোর্ডের আলোচনার মাধ্যমে এক দিনের বিরতির পর আবার শুরু হয় টুর্নামেন্ট।

এই প্রেক্ষাপটে বিসিবি গত বৃহস্পতিবার নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেয় এবং একই সঙ্গে তাকে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলেও নাজমুল তার ব্যাখ্যা জমা দেন প্রায় ৭২ ঘণ্টা পর।

রোববার বিষয়টি নিশ্চিত করে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ফাইজুর রহমান বলেন, ‘তিনি আমাদের কাছে জবাব দিয়েছেন। আমি নিজে এখনও চিঠিটা দেখিনি, কারণ অন্য কিছু বিষয়ে ব্যস্ত ছিলাম। তবে যিনি চিঠিটি গ্রহণ করেছেন, তার কাছ থেকে জেনেছি, জবাবটি সন্তোষজনক ও ইতিবাচক। খুব শিগগিরই বোর্ড সভা বসবে, সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে।’

এটি প্রথমবার নয়, এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন নাজমুল ইসলাম। এখন নাজমুলের ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সিদ্ধান্ত নেবে বিসিবির শৃঙ্খলা কমিটি ও বোর্ড সভা। আপাতত তার জবাবকে ইতিবাচক হিসেবে দেখলেও চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে দেশের ক্রিকেট অঙ্গন।

Related Articles

Latest Articles