-6.2 C
New York

জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ জনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, আজ রোববার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় ২ জনকে যথাক্রমে ৪৫ ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের দুটি স্পটে আনুমানিক দুই কিলোমিটার দীর্ঘ পাইপ ভেঙে দেওয়া হয় এবং ব্যবহৃত মেশিনসহ অন্যান্য সরঞ্জাম অচল করে দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Latest Articles