নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন অভিনেত্রী পরীমনি। এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পের আদলে আধুনিক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।
লিসা গাজী পরিচালিত এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে আগামীকাল সোমবার।
২০২৫ সালে পরীমনি অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করলেও সেটি মুক্তি পায়নি।
এ ছাড়া, গত বছরের শুরুতে ‘গোলাপ’ নামে একটি সিনেমার ঘোষণা এলেও এর শুটিং এখনো শুরু হয়নি।
