-4.6 C
New York

নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী ডিন ডাও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান।

ঢাকায় পৌঁছে এক প্রতিক্রিয়ায় নতুন রাষ্ট্রদূত বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে চান।

মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। দুই দেশের সম্পর্ক জোরদার করে এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আমি উন্মুখ হয়ে আছি। আমি ও আমার স্ত্রী এমন একটি দেশে ফিরতে পেরে রোমাঞ্চিত, যেখানে আমাদের অনেক সুখস্মৃতি রয়েছে।’

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনের মাঝামাঝি সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পদত্যাগ করার পর থেকে গত দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল।

Related Articles

Latest Articles