-4.6 C
New York

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত।

সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে। 

তবে তিনি জোর দিয়ে বলেন, তার দেশ ‘সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত’। তার দাবি, গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি ‘অনেক বেশি ও বিস্তৃত’।

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া প্রতিবাদ এখন সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন।

আরাগচি বলেন, ‘ওয়াশিংটন আগে যেমন সামরিক বিকল্প পরীক্ষা করেছে, তা যদি আবার করতে চায়, আমরা তার জন্য প্রস্তুত।’ 

তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে। পাশাপাশি তিনি সতর্ক করেন, এমন কিছু পক্ষ রয়েছে, যারা ইসরায়েলের স্বার্থে ওয়াশিংটনকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে চাইছে।

সাক্ষাৎকারে আরাগচি বাড়তে থাকা প্রাণহানির দিকে ইঙ্গিত করেন আগের দাবিরই পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠী বিক্ষোভকারীদের ভিড়ে ঢুকে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের ওপর হামলা করেছে। 

ইরান গত দুই সপ্তাহের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।

আরাগচি বলেন, ‘হুমকি বা জবরদস্তি ছাড়া পারমাণবিক আলোচনার টেবিলে বসতে আমরা প্রস্তুত।’ তিনি প্রশ্ন তুলেছেন, ওয়াশিংটন সত্যিই ‘ন্যায্য ও সুষ্ঠু আলোচনার জন্য প্রস্তুত’ কি না।

তিনি বলেন, ‘যখন তারা প্রস্তুত হবে, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করব।’
 

Related Articles

Latest Articles