বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন— পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় রিয়াল মাদ্রিদের কোচের পদ হারাতে পারেন জাবি আলোনসো। এবার তা সত্যি হলো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার অধ্যায়ের অবসান ঘটল। নতুন কোচ নিয়োগের ঘোষণা দিতেও একদমই সময় নিল না রিয়াল। আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিল তারা।
সোমবার রাতে পরপর দুটি বিবৃতিতে বিষয়গুলো নিশ্চিত করেছে স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি। প্রথমটিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা দিচ্ছে যে, ক্লাব ও জাবি আলোনসোর মধ্যকার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মূল দলের কোচ হিসেবে তার মেয়াদের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পরেরটিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, আলভারো আরবেলোয়া হবেন মূল দলের নতুন কোচ।’
বিস্তারিত আসছে…
