-4.6 C
New York

সুপারকোপার ফাইনালে এমবাপের আচরণে প্রশ্ন, ক্ষুব্ধ বার্সা সমর্থকরা

স্প্যানিশ সুপারকাপের ফাইনালে হারের পর কিলিয়ান এমবাপের আচরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩–২ ব্যবধানে পরাজয়ের পর ফরাসি তারকার একটি অখেলোয়াড়সুলভ আচরণ নতুন করে আলোচনায় এসেছে।

জেদ্দাহর আলিনমা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের শেষ ২০ মিনিট খেলেন এমবাপে। তবে মাঠে তার অবদান যতটা না আলোচিত, ম্যাচ শেষে তার আচরণ তার চেয়েও বেশি নজর কেড়েছে। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন হিসেবে সম্মান জানাতে কাতালান খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদের ফুটবলারদের জন্য গার্ড অব অনার (পাসিলো) তৈরি করেছিলেন। কিন্তু ট্রফি ও মেডেল বিতরণের সময় রিয়াল মাদ্রিদ সেই সৌজন্য ফিরিয়ে দেয়নি।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, এমবাপে অন্তত তিনবার নিজের সতীর্থদের ইঙ্গিত দেন যেন তারা বার্সেলোনার খেলোয়াড়দের জন্য হাততালি না দেন এবং দ্রুত পুরস্কার বিতরণের মঞ্চ ত্যাগ করেন। হান্সি ফ্লিকের নেতৃত্বাধীন বার্সার প্রতি এই আচরণকে অনেকেই ‘বাজে হেরে যাওয়া’ মানসিকতার উদাহরণ হিসেবে দেখছেন।

রিয়াল মাদ্রিদ যখন ট্রফি গ্রহণের মঞ্চে ওঠে, তখন তাদের পক্ষ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে কোনো সম্মান জানানো হয়নি। এতে জেদ্দাহর স্টেডিয়ামে উপস্থিত ব্লুগ্রানা সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

এ বিষয়ে কাতালান রেডিও আরএসিওয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এমবাপের আচরণে হতাশা প্রকাশ করে বলেন, ‘যা তিনি করলেন, তা দেখে আমি অবাক হয়েছি। জিতলেও, হারলেও, একজন খেলোয়াড়কে উদার ও সম্মানজনক হতে হয়। এটা খেলা, এবং স্বাভাবিক আচরণ বজায় রাখা অপরিহার্য। আমরা জেতার পর প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েছি। তাই আমি এটা বুঝতে পারছি না।’

লাপোর্তা আরও জানান, এই মৌসুমে এল ক্লাসিকো সূচিতে উত্তেজনা একটু বেশি ছিল। বিশেষ করে সিজনের প্রথম লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ যে জয় পায়, তার ক্ষোভই হয়তো এমবাপের আচরণের মূল কারণ। ‘লিগ ম্যাচের পর থেকে পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। খেলোয়াড়দের মধ্যে কিছুটা আঘাত লেগেছে, যা বোঝা যায়। আমি এমবাপের সেই মুহূর্ত সরাসরি দেখিনি, তবে মনে হয় এটা কঠিন সময় ছিল। তারা অনেক ক্ষুব্ধ ছিলেন, তাই এমন প্রতিক্রিয়া,’ লাপোর্তা ব্যাখ্যা করেন।

যদিও এমবাপের এই অখেলোয়াড়সুলভ ‘পরামর্শ’ কিছু সতীর্থ মেনে নেন, আবার কয়েকজন ফুটবলার প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান দেখিয়ে বার্সেলোনার উদযাপনের সময় হাততালি দেন। তবু পুরো ঘটনাই সুপারকাপ ফাইনালের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আর এমবাপের আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফুটবল মহলে।

Related Articles

Latest Articles