কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছে ইরান।
বার্তাসংস্থা এএফপি আজ সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের যোগাযোগ শুরু হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত উইটকফের যোগাযোগের জন্য চ্যানেল খোলা রয়েছে। প্রয়োজন হলে বার্তা আদান–প্রদান করা হয়।’
বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক উপস্থিতি ইরানে না থাকলেও দেশটির স্বার্থে সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়।
এই মন্তব্য আসে এমন এক সময়ে—যখন ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও বিক্ষোভ দমন নিয়ে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, ইরানে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৯০ জনই বিক্ষোভকারী। সংস্থাটি জানিয়েছে, ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
