সৌদি আরবের জেদ্দায় এক রোমাঞ্চকর ‘এল ক্লাসিকো’ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। রবিবার রাতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো এই শিরোপা জয়ের উৎসবে মাতে কাতালানরা।
বার্সেলোনার হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্য গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি। ম্যাচের শেষ দিকে ফ্রাঙ্কি ডি ইয়ং লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেও লিড ধরে রাখতে সক্ষম হয় হানসি ফ্লিকের দল। রিয়ালের হয়ে গোল দুটি করেন ভিনিসিউস জুনিয়র ও গনজালো গার্সিয়া।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধের ৩৬ মিনিটে রাফিনিয়ার নিখুঁত নিচু শটে লিড নেয় বার্সা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ভিনিসিউস জুনিয়র। চমৎকার এক একক প্রচেষ্টায় গোল করে রিয়ালকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান তারকা।
বিরতির ঠিক আগে খেলা আরও জমে ওঠে। পেদ্রির পাস থেকে লক্ষ্যভেদ করে বার্সাকে আবারো এগিয়ে দেন লেভানডোভস্কি। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে গনজালো গার্সিয়া গোল করলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ৭৩ মিনিটে। রাফিনিয়ার একটি জোরালো শট রিয়াল রক্ষণভাগের খেলোয়াড় রাউল আসেন্সিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এই গোলেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। গত জুনে দায়িত্ব নেওয়ার পর এটি কোচ হানসি ফ্লিকের চতুর্থ শিরোপা। অন্যদিকে, রিয়াল কোচ হিসেবে জাভি আলোনসোর প্রথম ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
পরাজয়ের পর রিয়াল কোচ আলোনসো মোভিস্টারকে বলেন, ‘যেভাবেই হারুন না কেন, সেটি কষ্টের। তবে ম্যাচটি ছিল খুব সমানে-সমান। আমরা সমতায় ফেরার খুব কাছে ছিলাম, শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি বার্সাকে অভিনন্দন জানাই।’
বার্সা স্ট্রাইকার লেভানডোভস্কি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা খুব খুশি। মাদ্রিদের সঙ্গে খেলা সবসময়ই বড় ম্যাচ। আমরা দারুণ খেলেছি এবং শিরোপা জিতেছি, এটাই সবচেয়ে বড় কথা।’
হাঁটুর চোট কাটিয়ে কিলিয়ান এমবাপে শেষ ১৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেননি। যদিও তার ওপর ফাউল করেই সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডাচ মিডফিল্ডার ডি ইয়ং। শেষ দিকে ১০ জনের বার্সার বিপক্ষে চাপ সৃষ্টি করেও সমতায় ফিরতে পারেনি রিয়াল।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জেতা বার্সেলোনা বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে। স্প্যানিশ সুপার কাপের এই সাফল্য তাদের ঘরোয়া লিগের শিরোপা দৌড়ে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে ধারণা করা হচ্ছে।
