-3 C
New York

রুবিওকে কিউবার পরবর্তী নেতা করার ইঙ্গিত, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের একটি পোস্ট শেয়ার করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার ভবিষ্যৎ নেতা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইসঙ্গে দ্রুত সমঝোতায় না এলে কিউবাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

আজ রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্লিফ স্মিথ নামের এক ব্যবহারকারীর ৮ জানুয়ারির একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প।

ওই পোস্টে লেখা ছিল, ‘মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হবেন।’

ট্রাম্প ওই পোস্ট শেয়ার দিয়ে মন্তব্য করেন, ‘আমার কাছে ভালোই শোনাচ্ছে।’

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পোস্টটি শেয়ারের মাধ্যমে ট্রাম্প কিউবার অভিবাসী ও বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেশটির ভবিষ্যৎ নেতা করার ইঙ্গিত দিয়েছেন।

প্রায় একই সময়ে ট্রুথ সোশ্যালে আরেকটি পোস্টে কিউবাকে কড়া হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্প লেখেন, ‘কিউবার কাছে আর কোনো তেল বা অর্থ যাবে না। আমি জোর দিয়ে বলছি, দেরি হওয়ার আগেই তারা যেন একটি সমঝোতা করে।’

ট্রাম্প আরও লেখেন, ‘বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ সহায়তা পেয়েছে কিউবা। এর বিনিময়ে ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা দিয়ে এসেছে। কিন্তু এখন আর তা হবে না।’

সম্প্রতি মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলায় দায়িত্ব পালন করা কিউবার অধিকাংশ নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং ভেনেজুয়েলার আর কিউবার কাছ থেকে সুরক্ষার প্রয়োজন নেই বলেও জানান ট্রাম্প।

এক সপ্তাহ আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী।

এ ঘটনার পর থেকে কিউবাসহ ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।   

এএফপি জানায়, ২০০০ সাল থেকে মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল হয়ে পড়ে কিউবা। তৎকালীন ভেনেজুয়েলা নেতা হুগো শাভেজের সঙ্গে করা চুক্তির আওতায় কিউবা দীর্ঘদিন ধরে তেল সহায়তা পেয়ে আসছিল।

বর্তমান পরিস্থিতিতে সেই নির্ভরতার অবসান ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

Related Articles

Latest Articles