শুধু ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে অবস্থান করেও এখন গান তৈরি, নতুন গান প্রকাশ এবং দর্শক–শ্রোতার কাছে পৌঁছানো সম্ভব।
এমনই একটি উদাহরণ হয়ে উঠেছে নতুন গান ‘ভালোবাসার সীমা নাই’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ইতোমধ্যে শ্রোতাপ্রিয়তা পাওয়া শেখ সোলায়মান ও রাকিব এই গানে কণ্ঠ দিয়েছেন।
তাদের সঙ্গে দোতারায় সুর ছড়িয়েছেন ফাহিমা আহমেদ শিফা।
এই তিন তরুণের সঙ্গে যুক্ত হয়েছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান।
টাঙ্গাইলের প্রকৃতি ও পরিবেশে বেড়ে ওঠা লুৎফর হাসানের নেতৃত্বেই গানের পরিকল্পনা থেকে শুরু করে শুটিং—সবকিছুই সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে।
গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘”ভালোবাসার সীমা নাই” গানটির শিল্পীরা সবাই টাঙ্গাইল এলাকার। আমরা সবাই মিলে পরিকল্পনা করেছি। গানটির শুটিং হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। এখানকার হাওয়া, মাটি আর বাতাস আমাদের খুব চেনা। একই অঞ্চলের সন্তানেরা এক গানে একত্রিত হয়েছি—এটা আমাদের জন্য অনেক আনন্দের।’
তিনি আরও বলেন, ‘যেসব লোকেশনে গানটির শুটিং হয়েছে, এর আগে সেখানে কখনো শুটিং হয়নি, যা এই মিউজিক ভিডিওকে আলাদা মাত্রা দিয়েছে।’
তরিকের সঙ্গীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষ হয়েছে।
গানটির কথা লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠে অংশ নিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় সংগীত পরিবেশন করেছেন ফাহিমা আহমেদ শিফা।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে দ্রুত গানটি প্রকাশ হবে।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে গানটি।
