4.5 C
New York

‘পেঁয়াজের দাম বাড়ার কারসাজিতে জড়িত থাকলে বরখাস্ত করা হবে’

বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়া প্রসঙ্গে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মূল কারসাজির সঙ্গে কাউকে জড়িত পাওয়া গেলে বরখাস্ত করা হবে।’  

আজ রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও বাজার কারসাজির কারণে পেঁয়াজের দাম বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বেড়েছিল। তবে সরকার আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানি অনুমোদনের ঘোষণা দেওয়ার পর দাম কমেছে।’

পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান উপদেষ্টা। বলেন, ‘গণমাধ্যমকর্মীরা সহায়তা করলে ওদের ধরতে খুব বেশি সময় লাগবে না।’

কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ বিবেচনা করার কথা জানিয়ে মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, দাম হঠাৎ কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।’

তার মতে, পেঁয়াজ যদি কেজিতে ৭০ টাকায় বিক্রি হয়, তাহলে কৃষক ও ভোক্তা-উভয়ের স্বার্থই রক্ষা হয়।

বৈঠকে আলু চাষিদের ভর্তুকি দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।

কৃষি উপদেষ্টা বলেন, ‘আমরা আলু চাষিদের জন্য ভর্তুকি বিবেচনা করছি, কারণ ব্যাপক উৎপাদন সত্ত্বেও আলুর দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।’

এসময় আলু চাষিদের ভর্তুকি কিভাবে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কার্যকরভাবে ভর্তুকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

দেশে কোনো সার সংকট নেই উল্লেখ করে গবাদিপশু ও মাছ চাষে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা।

Related Articles

Latest Articles