1 C
New York

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার: হেফাজতের নায়েবে আমির

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল হামীদ।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। 

আব্দুল হামীদ বলেন, ‘ডক্টর ইউনূস সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে। এখন তার পূজা করা হয়। ডক্টর ইউনুস সুদখোর ও নিমকহারাম। এটা নাস্তিক সরকার। আওয়ামী লীগের চেয়েও খারাপ।’

‘বাউলদের ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় একসঙ্গে আন্দোলন করা হবে,’ বলেন হেফাজতের নায়েবে আমির।

মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিনসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা অতি দ্রুত আবুল সরকারের মৃত্যুদণ্ড ও বাউলদের গানের আসর বন্ধের দাবি জানান।

Related Articles

Latest Articles