পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার নেওয়া হবে।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতির কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের বাদ পড়ার ঘটনায় উত্তাল ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার পথে হাঁটার সম্ভাবনা নিয়ে গত কিছুদিন ধরে তুমুল আলোচনা চলছে। যদিও এই গুঞ্জনের মধ্যেই গতকাল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পিসিবি।
গত শনিবার লাহোরে সংবাদ সম্মেলনে নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে পিসিবি। আজ সোমবার সেই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের স্বীকৃত অ্যাকাউন্টে পিসিবি প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নাকভি লিখেছেন, সব ধরনের বিকল্প পথ খোলা রেখে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন তারা, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে আইসিসি সংক্রান্ত বিষয়টি অবহিত করেছি এবং তিনি সব বিকল্প হাতে রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। আমরা একমত হয়েছি যে, চূড়ান্ত সিদ্ধান্তটি আগামী শুক্রবার বা সোমবার নেওয়া হবে।’
বিসিবির ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আকস্মিকভাবে বাদ দেওয়ার ঘটনা। উগ্রবাদীদের দাবির মুখে গত ৩ জানুয়ারি ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
তখন থেকেই ক্ষুব্ধ বিসিবি কঠোর অবস্থান নেয়। পরদিন আইসিসির কাছে তারা বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেষমেশ গত সপ্তাহে আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবির আবেদন খারিজ করে বিশ্বকাপের সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়ে দেয়। তারপর গত শনিবার তারা নিশ্চিত করে যে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে।
সেদিনই নাকভি আইসিসির সমালোচনার পাশাপাশি বলেছিলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যেকোনো মূল্যে তাদেরকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের অন্যতম প্রধান একটি অংশীদার এবং তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তানের চার প্রতিদ্বন্দ্বী দল হলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
