-3 C
New York

যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

স্বাধীনতার পরে যাদের হাত ধরে দেশ পরিচালিত হয়েছে, ৫৩-৫৪ বছর তাদের শাসন আমরা দেখেছি—তাদের কাছে উন্নয়নের নতুন কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ সোমবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থীর হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ যদি থাকে, তাহলে আদর্শবান নেতারা খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা করবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার।

এই সমাবেশ শেষে তিনি মাদারগঞ্জে জামালপুর-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দেন।

 

Related Articles

Latest Articles