-3 C
New York

মেসি-রোনালদোও যেখানে পিছনে: ১৮ বছরেই ইয়ামালের ‘সেঞ্চুরি’

রিয়াল ওভিয়েদোর বিপক্ষে রোববার রাতে যখন বল জালে জড়ালেন লামিন ইয়ামাল, তখন সেটি কেবল একটি গোল ছিল না— ছিল ইতিহাসের পাতায় খোদাই করা একটি নতুন কীর্তি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ১০০তম ‘গোল কন্ট্রিবিউশন’ (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) পূর্ণ করলেন ফুটবলের এই বিস্ময় বালক।

অবাক করা বিষয় হলো, এই মাইলফলক ছুঁতে ইয়ামাল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়েও কম ম্যাচ নিয়েছেন। ১৮ বছরের অমিত প্রতিভাবান এই কিশোর বুঝিয়ে দিচ্ছেন— ভবিষ্যতে রাজত্ব করতে তিনি পুরোপুরি প্রস্তুত।

লা লিগার ম্যাচটি তখন শেষের দিকে, স্বাগতিক বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে। ৭৩তম মিনিটে দানি ওলমোর ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে অবিশ্বাস্য এক অ্যাক্রোবেটিক ভলিতে জাল কাঁপান ইয়ামাল। চোখ ধাঁধানো ওই গোলটির মাধ্যমেই পূর্ণ হয় তার ১০০ গোলে অবদানের বৃত্ত। পাশাপাশি প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে দাপুটে জয়ে বার্সার শীর্ষস্থানে ফেরা নিশ্চিত হয়।

পরিসংখ্যান বলছে, গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ‘সেঞ্চুরি’ করতে ইয়ামাল খেলেছেন মাত্র ১৫৫টি ম্যাচ। এই মাইলফলক স্পর্শ করতে ক্যারিয়ারের দুই কিংবদন্তি মেসি ও রোনালদোর লেগেছিল আরও বেশি সময়। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি নিয়েছিলেন ১৫৯ ম্যাচ। আর পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর লেগেছিল ২৩৬টি ম্যাচ।

শুধু ম্যাচের সংখ্যায় নয়, বয়সের দৌড়েও ইয়ামাল শীর্ষে। মেসি ও রোনালদো যখন ক্যারিয়ারের শততম গোলে অবদান রাখেন, তখন দুজনেরই বয়স ছিল ২১ বছর— সেখানে ইয়ামাল ১৯ বছরে পা দেওয়ার আগেই এই অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন।

২০০৮ সালের নভেম্বরে হুয়েলভার বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করে মেসি এই মাইলফলক ছুঁয়েছিলেন। এর দুই বছর আগেই রোনালদো তা পূর্ণ করেছিলেন— ২০০৬ সালের ডিসেম্বরে রিডিংয়ের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের রোমাঞ্চকর ৩-২ জয়ের ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে।

ক্লাব বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৩২ ম্যাচে ইয়ামাল অবদান রেখেছেন ৮২ গোলে (৩৬ গোল ও ৪৬ অ্যাসিস্ট)। আর জাতীয় দল স্পেনের জার্সিতে খেলা মাত্র ২৩ ম্যাচে তার ভূমিকা আছে ১৮ গোলে (৬ গোল ও ১২ অ্যাসিস্ট)। সব মিলিয়ে মাত্র ১৫৫ ম্যাচেই ‘সেঞ্চুরি’!

ফুটবল বিশেষজ্ঞদের মতে, এমন অল্প বয়সে ইয়ামাল যে পরিপক্বতা দেখাচ্ছেন, তা বিরল। যদিও ক্যারিয়ারের দীর্ঘস্থায়ীত্ব ও সাফল্যের বিবেচনায় এখনই মেসি বা রোনালদোর সঙ্গে তাকে তুলনায় আনাটা বেশ তাড়াহুড়ো হয়ে যাবে। তবে পরিসংখ্যান ও দক্ষতার সমন্বয়ে ইতোমধ্যে তিনি ভবিষ্যৎ কিংবদন্তি হওয়ার জোরালো বার্তা দিয়ে রাখছেন।

Related Articles

Latest Articles