-3 C
New York

সেভিয়ায় ফেরার আরেক অধ্যায় রামোসের

সেভিয়া, যে ক্লাব থেকে শুরু হয়েছিল সের্জিও রামোসের উত্থান, সেই ক্লাবেই এবার ফিরতে চান একেবারে ভিন্ন পরিচয়ে। খেলোয়াড় নয়, বরং মালিক হিসেবে। সেই লক্ষ্য পূরণের পথে এবার স্পষ্ট ও বাস্তব অগ্রগতি হয়েছে। সেভিয়া অধিগ্রহণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

ক্লাবটির পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব থাকা একাধিক প্রধান শেয়ারহোল্ডারের সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) সই করেছেন রামোস। এর মধ্য দিয়ে সেভিয়া কেনা নিয়ে একচেটিয়া আলোচনার একটি পর্ব শুরু হয়েছে। এই ধাপে ক্লাবের আর্থিক হিসাবপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে, যা পুরো প্রক্রিয়ার সবচেয়ে জটিল ও সংবেদনশীল অংশ, অর্থাৎ বহুল আলোচিত ডিউ ডিলিজেন্স। রেডিও সেভিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

এই উদ্যোগে রামোসের অংশীদার আর্জেন্টাইন ব্যবসায়ী মার্তিন ইনক, যুক্তরাষ্ট্রভিত্তিক ফুটবল হোল্ডিং কোম্পানি ফাইভ ইলেভেন ক্যাপিটাল-এর সিইও। উল্লেখযোগ্যভাবে, সেভিয়ার বর্তমান পেশাদার ফুটবল পরিচালক আন্তোনিও কর্দোন এর আগে এই প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগতভাবে যুক্ত ছিলেন, যা এই চুক্তিকে আরও বাস্তবভিত্তিক করে তুলছে।

সব ইঙ্গিত বলছে, এটি কোনো আবেগঘন প্রস্তাব নয়। নীতিগতভাবে একটি সমঝোতা ইতোমধ্যে হয়েছে এবং সেভিয়া কেনার দৌড়ে এখন রামোসই সবচেয়ে এগিয়ে। এর আগে একই পর্যায়ে পৌঁছেও ক্লাবের আর্থিক অবস্থা গভীরভাবে খতিয়ে দেখার পর শেষ মুহূর্তে আলোচনায় ইতি টেনেছে আরও দুটি গ্রুপ।

এই চুক্তির আর্থিক ভিত্তি জোগাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ তহবিল আইডিসি ভেঞ্চারস, যার শিকড় গুয়াতেমালায়। তারা ফাইভ ইলেভেন ক্যাপিটালের মূলধনী অংশীদার হিসেবে যুক্ত থাকবে।

গত ১৫ জানুয়ারি, রামোস তার ভাই রেনে রামোস এবং আইনজীবী ও অর্থনীতিবিদ হুলিও সেন’কে সঙ্গে নিয়ে সেভিয়ায় যান। সেখানে তিনি শেয়ারহোল্ডারদের পাশাপাশি বোর্ডের সেক্রেটারি ও বিক্রয় প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আইনজীবী আলবের্তো পেরেস সোলানোর সঙ্গে একাধিক বৈঠক করেন। আলোচনায় সেভিয়া অধিগ্রহণের জন্য রামোসের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো, সেই ক্লাবের জন্য, যেখানে তিনি ক্যারিয়ারের দুটি ভিন্ন সময়ে খেলেছেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক। তবে এর মধ্যেই মূল মার্কিন বিনিয়োগ গোষ্ঠীর সঙ্গে আলোচনা থেমে যাওয়ায় শেয়ারহোল্ডাররা দ্বিতীয় একটি প্রস্তাব নিয়ে এগোন, যা ডিউ ডিলিজেন্স শেষ হওয়া ও চূড়ান্ত প্রস্তাব নির্ধারণের শর্তে একচেটিয়া আলোচনার মধ্যেই ছিল। অপেক্ষার পালা শেষে এখন সেই সুযোগই এসে পড়েছে রামোসদের সামনে।

 

Related Articles

Latest Articles