-3 C
New York

ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এতে দুই পক্ষের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ রোববার সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ শুরু হয়। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম বাটাজোড় এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষ মার্কায় বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি আরও জানান, এর জেরে সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় দুই পক্ষের অনেকেই আহত হয়েছেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয় ও সীড স্টোর বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আগুন জ্বালানো হয় সড়কের বিভিন্ন স্থানেও।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি জাহিদুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

Related Articles

Latest Articles