আলু চাষিদের জন্য সরকার প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি বলেন, গত মৌসুমে আলুর উৎপাদন দেশের অভ্যন্তরীণ চাহিদার চেয়েও বেশি হওয়ায় কৃষক ন্যায্যমূল্য পায়নি।
চাল, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষাসহ প্রধান কৃষিপণ্যের উৎপাদন সারা দেশে বেড়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, ‘চাল উৎপাদন আগের বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, ‘পেঁয়াজ উৎপাদন ২২ শতাংশ বেড়েছে। এর কারণে পেঁয়াজের বাজারদর স্থিতিশীল ছিল।’
তিনি জানান, সবজি উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তুলনামূলকভাবে দাম স্থিতিশীল ছিল। সরিষা উৎপাদনে সর্বোচ্চ ৮৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
তিনি আরও জানান, চলতি বছরে ভর্তুকিবিহীন সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
