-6.2 C
New York

ময়মনসিংহে শতাব্দী প্রাচীন পানির কল সংরক্ষণ

ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টিতে শতাব্দী প্রাচীন একটি পানির কলকে পুরাকীর্তি নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। 

আজ রোববার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ সংরক্ষণ কাজ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ অঞ্চলের পুরাকীর্তি সুরক্ষা কমিটি। 

সংরক্ষণ কাজটি উদ্বোধন করেন পুরাকীর্তি সুরক্ষা কমিটি ও ট্রাংকপট্টি জহির উদ্দিন রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

পুরাকীর্তি সুরক্ষা কমিটি সূত্র জানায়, ১৮৯২ সালে ব্রিটিশ প্রযুক্তির পানির কলের মাধ্যমে ময়মনসিংহ নগরীতে সর্বপ্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু হয়। সেসময়ে ভারতের হুগলীতে পানির কল স্থাপিত হলে মহারাজ সূর্যকান্ত আচার্য্য চৌধুরী এই প্রযুক্তি ময়মনসিংহে নিয়ে আসেন। 

পরবর্তীতে নাগরিকদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে নগরীর বিভিন্ন স্থানে এরকম পানির কল স্থাপন করা হয়। রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস থেকে এসব কলে পানি সরবরাহ করা হতো।

সংরক্ষণের অভাবে কালের আবর্তে শতাব্দী প্রাচীন এসব পানির কল প্রায় বিলীন হয়ে গেছে। বর্তমানে ময়মনসিংহ নগরীতে একমাত্র অবশিষ্ট পানির কলটি রয়েছে ট্রাংকপট্টি এলাকায়।

ময়মনসিংহ অঞ্চলের পুরাকীর্তি সুরক্ষা কমিটির সদস্যসচিব ইমতিয়াজ আহমেদ বলেন, পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। এর মাধ্যমে প্রজন্ম জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করে।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পুরাকীর্তির সমৃদ্ধ ভান্ডার রয়েছে–যার একটি উল্লেখযোগ্য অংশ ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত। ট্রাংকপট্টির এই পানির কলটি ময়মনসিংহের পুরাকীর্তি ভান্ডারের অংশ।

Related Articles

Latest Articles