-4.6 C
New York

‘চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যা’

কারওয়ান বাজারের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে ৮-৯টি চক্র চাঁদাবাজি করছে। চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে মুছাব্বিরকে হত্যা করা হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা এই চক্রগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং শিগগিরই অভিযান শুরু করব।’

আজিজুর রহমান মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সংলগ্ন স্টার কাবাবের পাশের গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ জানুয়ারি জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলাল নামে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গতকাল নরসিংদী থেকে রহিম নামে আরেক সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘তাদের রাজনৈতিক কর্মী না বলে চাঁদাবাজ বলাই শ্রেয়। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। তারা চাঁদাবাজির স্বার্থেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে আশ্রয় নেয়।’

Related Articles

Latest Articles