-3 C
New York

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার নতুন গঠিত শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন।

আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানো শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।’

এর আগে, চলতি সপ্তাহে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় নিয়ে মন্তব্য করে বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেন।

পাশাপাশি তার সরকার জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগ গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না।

Related Articles

Latest Articles