গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, এ ঘটনায় তাদের ১৬ জন গুলিবিদ্ধসহ মোট ৩০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ইনচার্জ আবদুল লতিফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন, ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল বুধবার সকাল থেকে আমরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেই। ওইদিন বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। আজ সকালেও শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। কিন্তু দুপুরের পরও বেতন পরিশোধ না হওয়ায় বিকেলে আমরা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধ করি। পরে পুলিশ এসে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ১৬ জন শ্রমিক গুলিবিদ্ধসহ মোট ৩০ জন আহত হয়েছেন।
নাজমুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও দেয়নি। এই জন্য আমরা আন্দোলন করেছি।
শ্রীপুর সাব-জোনের ইনচার্জ আবদুল লতিফ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পাঁচ সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে রাবার বুলেট ব্যবহারের বিষয়টি আমি জানি না।
তিনি আরও বলেন, সাত-আট জন শ্রমিক পড়ে গিয়ে আহত হয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আহত অন্তত ১৬ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরে গুলির ক্ষত রয়েছে।
এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
