-6.2 C
New York

সুইডেনকে নির্বাচন পরিকল্পনা জানিয়েছে ইসি

নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা উদ্বেগ, ভুল ও অপতথ্য মোকাবিলায় প্রস্তুতিসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস ও প্রথম সচিব পাওলা ক্যাস্ট্রো নিডারস্টাম।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তারা সার্বিক পরিস্থিতি জানতে এসেছিলেন। আমাদের নির্বাচনের পদ্ধতি কী, দল নিবন্ধনের পর মনোনয়ন প্রক্রিয়া, আপিল প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে—এসব জানতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘ভুল ও অপতথ্য আমরা কীভাবে মোকাবিলা করছি, সেটিও তারা জানতে চেয়েছেন।’

‘এছাড়া নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা কী এবং কীভাবে কী করছি. সেসবও তারা জানতে চান। আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো উদ্বেগ নেই। নিরাপত্তা পরিকল্পনা তাদের জানিয়েছি,’ যোগ করেন ইসি সচিব।

সুইডেন বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা দেবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আজকের আলোচনা নিয়ে তারা খুশি। আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে, সুইডেন তাদের সাধ্যমতো চেষ্টা করবে।’

অপতথ্য প্রতিরোধে গঠিত সেলটি কোন পদ্ধতিতে কাজ করছে, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘হ্যাঁ, সেলটা কাজ করছে… এটা আমাকে জিজ্ঞাসা না করে বরং আপনারা সেলের তত্ত্বাবধানে যিনি আছেন, দেখেন। দেখে তারপরে আমাকে জিজ্ঞাসা করেন।’

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ২৫ জানুয়ারি বিস্তারিত ব্রিফিং করা হবে বলেও জানান ইসি সচিব।

Related Articles

Latest Articles