7.1 C
New York

ছাত্রীকে নিয়ে সুপারের পালানোর ঘটনায় মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসা সুপারের পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ওই শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত সুপারের ওপর ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এতে প্রায় এক সপ্তাহ সেখানে পাঠদান বন্ধ ছিল। পরবর্তীতে গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কারা অগ্নিসংযোগ করলে মাদ্রাসাটি পুড়ে যায়।

তিনি জানান, চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি দারুল উলুম নূরানি মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান (৩৫) ওই মাদ্রাসার সাবেক এক শিক্ষার্থীর (১২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বর্তমানে ওই শিক্ষার্থী অন্য একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

মাহমুদুল গত ৮ জানুয়ারি ওই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীর অভিভাবকরা সুধারাম মডেল থানায় একটি জিডি করেন। এরপর শিক্ষার্থীকে উদ্ধার করে ১০ জানুয়ারি পরিবারের জিম্মায় দেয় পুলিশ।

মাদ্রাসা সুপার মাহমুদুল এখনো পলাতক। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

মাদ্রাসায় অগ্নিসংযোগের খবর পেয়ে আজ সকালে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি লুৎফুর ঘটনার সত্যতা স্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাদ্রাসায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ইউএনও আকিব ওসমান বলেন, ‘কেউ উপজেলা প্রশাসনকে ঘটনাটি অবহিত করেনি।’

‘ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটিকে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে,’ বলেও জানান তিনি।

Related Articles

Latest Articles