অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আজ নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বকে পরিণয়ে রূপ দিলেন তারা।
বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্ধডজন ছবি পোস্ট করেছেন রাফসান সাবাব। সেখানে তিনি সবার কাছে নতুন জীবনের জন্য আশীর্বাদ চেয়েছেন।
ছবির ক্যাপশনে রাফসান লিখেছেন, ‘আমাদের নতুন জীবনের পথে পা রাখার এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ কামনা করছি—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।’ ক্যাপশনের শেষে তারা আরও লেখেন, ‘আজ আমরা আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি।’
জেফার রহমান ও রাফসান সাবাবের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব ও একে অপরকে জানাশোনা থেকেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
