7.1 C
New York

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনীত ছোট ছোট ভিডিও, রিলস ছড়িয়ে পড়ে। যে ভিডিওগুলো দেখে নতুন প্রজন্মের দর্শকরাও মুখর হন।

দীর্ঘ অভিনয়জীবনে শুধু কৌতুক চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না দিলদার। তাজম্মেল হক বকুল পরিচালিত আবদুল্লাহ সিনেমায় তার নায়িকা ছিলেন নূতন। ওই সিনেমার অভিনয় আলোচিত হয়েছিল। তবে তিনি ঢাকাই সিনেমার হাসির সম্রাট হিসেবে বেশি পরিচিত ছিলেন। ভালোবাসে ভক্তরা তাকে ‘ঢাকাই সিনেমার হাসির রাজা’ বলতেন।

১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্ম ছিলেন দিলদার। রুপালি পর্দায় তিন দশকের বেশি সময় ধরে দর্শকের মন জয় করেছেন। অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তিনি ২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। তবে মৃত্যুর পরও তিনি আছেন দর্শকের ভালোবাসা ও রিলসে।

পর্দায় সবসময়ই হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিলেন দিলদার। জনপ্রিয়তায় তিনি অনেক নায়ককেও ছাড়িয়ে গিয়েছিলেন। দর্শকের কাছে বিনোদনের প্রতীক হলেও পর্দার আড়ালে ছিলেন দৃঢ়চেতা ও জেদি স্বভাবের।

দিলদারের চলচ্চিত্রে অভিষেক হয় মাত্র ২০ বছর বয়সে। প্রথম সিনেমা ছিল কেন এমন হয়। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো, বেদের মেয়ে জোছনা, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, অন্তরে অন্তরে, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, গুণ্ডা নাম্বার ওয়ান, শান্ত কেন মাস্তান, খাইরুন সুন্দরী, নসিমন, কন্যাদান, শুধু তুমি, প্রিয়জন, বাঁশিওয়ালা, গাড়িয়াল ভাই, প্রেম যমুনা, অচিন দেশের রাজকুমার, লাইলি মজনু, নাগ নাগিন ইত্যাদি।

Related Articles

Latest Articles