7.1 C
New York

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।

টানা দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে কঠোর দমন অভিযানের পর এটাই প্রাণহানির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সবচেয়ে বড় স্বীকারোক্তি।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, যাদের তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এই বিক্ষোভ গত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই অস্থিরতা দেখা দেয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ক্ষমতায় থাকা ইরানের নেতৃত্ব বিক্ষোভের বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে। একদিকে তারা অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে হওয়া প্রতিবাদকে আংশিকভাবে বৈধ বলে উল্লেখ করছেন। অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযানও চালাচ্ছে ইরান। 

একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠন শত শত মানুষের নিহত এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তার হওয়ার দাবি করেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধসহ যোগাযোগের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় ইরানের ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষের একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে। রয়টার্সের যাচাই করা এসব ভিডিওতে গোলাগুলি, গাড়ি ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায়।

Related Articles

Latest Articles