গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর এবং কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ৬ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— খাইরুজ্জামান উজ্জ্বল (২৬), মেহেদি হাসান নাঈম (২০), আরমান আহমেদ (৩৫), ফরহাদ হোসেন (১৯), মনির হোসেন (২৮) ও রুবেল রানা (২০)।
আজ রোববার বিকেলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর এবং কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ৬ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকার গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে কর্তৃপক্ষকে না জানিয়েই কাজ বন্ধ করে দেন। এ সময় তারা বিভিন্ন অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে স্টিলের পাইপ, লোহার রড ও লাঠিসোঁটা হাতে স্লোগান দিতে থাকেন।
কারখানার সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে বাদী মো. আবু বকর সিদ্দিকসহ সহকারী মেডিকেল অফিসার আলিমুজ্জামান ও সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) শহিদুল ইসলামকে মারধর করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে বাদীর ডান হাতের তালুতে গুরুতর জখম হয়। একইভাবে আলিমুজ্জামানকেও মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে অভিযুক্তরা কারখানার কাটিং ক্যাট রুমে কর্তৃপক্ষকে অবৈধভাবে আটকে রেখে মূল ফটকে তালাবদ্ধ করে দেন।
এ ঘটনায় কারখানাটির শ্রমিক বা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। মামলার বিষয়ে বিস্তারিত জানতে গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডের নম্বরে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি।
