7.1 C
New York

মীরসরাইয়ে ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের টাকা ছিনতাই

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় একটি ব্যাংক থেকে টাকা তোলার পর মনসুর আহমেদ নামে এক বৃদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বেসরকারি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মনসুর আহমেদ (৬০) উপজেলার ইছাখালী ইউনিয়নের বাসিন্দা।

তিনি জানান, ব্যাংক দেড় লাখ টাকা উত্তোলন করে বের হন। সেসময় বাইরে থাকা দুই ছিনতাইকারী তাকে ধরে তার পকেট থেকে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

মনসুর আহমেদ বলেন, ছিনতাইকারীরা মাস্ক পরা ছিল, তাই আমি তাদের মুখ দেখতে পারিনি।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Latest Articles