7.1 C
New York

ফটিকছড়িতে একজনকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. জামাল উদ্দিন (৪৫) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। 

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা জামালকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

এ সময় নাসির নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

Related Articles

Latest Articles