7.1 C
New York

আশঙ্কাজনক অবস্থায় কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী মার্টিন

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ায় এই কিংবদন্তিকে বর্তমানে ‘ইনডিউসড কোমা’য় রাখা হয়েছে বলে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

৫৪ বছর বয়সী মার্টিন গত সপ্তাহে ‘বক্সিং ডে’তে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রাণঘাতী মেনিনজাইটিসের সঙ্গে লড়াই করছেন তিনি। মেনিনজাইটিস মূলত মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণীর এক ধরনের বিপজ্জনক প্রদাহ।

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও একসময়ের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে বলেন, ‘সে সেরা চিকিৎসা পাচ্ছে। তার সঙ্গী আমান্ডা ও পরিবারের সদস্যরা জানেন যে অগণিত মানুষ মার্টিনের জন্য প্রার্থনা করছেন ও শুভকামনা পাঠাচ্ছেন।’

মার্টিনের দীর্ঘদিনের সতীর্থ ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও প্রার্থনা রইল। শক্ত থাকো এবং লড়ো, লিজেন্ড।’

দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের জন্য পরিচিত ড্যামিয়েন মার্টিন ছিলেন স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া দলের অন্যতম আস্থার প্রতীক। ১৯৯২ থেকে ২০০৬ সালের ক্যারিয়ারে ৬৭টি টেস্ট খেলে ৪৬.৩৭ গড়ে করেছেন ১৩টি সেঞ্চুরি। ২০৮টি ওয়ানডে খেলা এই তারকা ২০০৩ বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে রিকি পন্টিংয়ের সঙ্গে ম্যাচ জেতানো জুটিতে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ২০০৬ সালের অ্যাশেজ চলাকালীন আকস্মিক অবসর নেওয়ার পর থেকে সাধারণত নিভৃতেই জীবন যাপন করছিলেন এই লিজেন্ড।

Related Articles

Latest Articles