বল হাতে ইংল্যান্ডের ইনিংসে ধস নামানোর কাজটা প্রায় একাই করেছিলেন মিচেল স্টার্ক। জবাব দিতে নামা অস্ট্রেলিয়ার ব্যাটিং হিরোও এই বাঁহাতি। নয় নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন তিনি। তার মুন্সিয়ানায় ইংল্যান্ডের বিপক্ষে বড় লিড নিয়ে শক্ত অবস্থায় স্বাগতিকরা।
জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে নেমে অজিদের ইনিংস এগিয়েছে পাঁচটি ফিফটিতে। যাতে স্বাগতিকরা করে ৫১১ রান। ব্রিসবেনের গ্যাবায় এই পাঁচ ফিফটির সবচেয়ে বড়টি করেন স্টার্ক।
ইংল্যান্ডের ফিল্ডাররা আগের দিন পাঁচ ক্যাচ ফেলার পর লিড নিয়ে নেন অজিরা। ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে নেমেই মাইলেক নেসারকে হারায় দলটি। ৬৩ করে আলেক্স কেয়ারিও ফিরে গেলে ইনিংস ছিল শেষের দিকে।
তবে স্কট বোল্যান্ডকে নিয়ে নবম উইকেটে ৭৫ ও ব্র্যান্ডন ডগেটকে নিয়ে শেষ উইকেটে ২০ রান যোগ করেন স্টার্ক। ১৪১ বলে ১৩ চারে ৭৭ করে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া থামে ৫১১ রান করে, লিড হয়ে যায় ১৭৭ রানের।
এর আগে ৭৫ রানে ৬ উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্টার্ক। গোলাপি বলের এই টেস্টে টেস্টে উইকেট নেওয়ায় বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ চূড়াতেও উঠে যান তিনি, ছাড়িয়ে যান ওয়াসিম আকরামকে (৪১৪)।
পার্থে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার সেরা পেসার। ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিংয়ে দুরন্ত অবদান রেখে অ্যাশেজ নিজের করে নেওয়ার আভাস দিচ্ছেন তিনি।
