রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিনেই আয় করেছে ২৭ কোটি রুপি, যা রণবীরের ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং। এর আগে তার অভিনীত ‘পদ্মাবত’ প্রথম দিনে আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল প্রায় ২১ কোটি রুপি।
এ ছাড়া চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘সাইয়ারা’র প্রথম দিনের আয় ছিল ২১ কোটি ৫০ লাখ রুপি। এই সিনেমাটিকেও পেছনে ফেলেছে ‘ধুরন্ধর’। মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩ দশমিক ৮১ শতাংশ।
সংশ্লিষ্টদের ধারণা ছিল, সিনেমাটি প্রথম দিনে ১৫ থেকে ১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ‘ধুরন্ধর’ সেই প্রত্যাশাও ছাড়িয়ে গেছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল।
