1 C
New York

টানা ২০ ম্যাচ পর অবশেষে টস জিতল ভারত!

টস জিতেই একটা চওড়া হাসি দিলেন লোকেশ রাহুল। ম্যাচে জেতার চেয়ে যেন কম কিছু নয়। হবে না-ই বা কেন। সেই ২০২৩ সালের পর ওয়ানডেতে টানা টস হারছিল তারা। রোহিত শর্মা, শুবমান গিলের পর রাহুল। অধিনায়ক বদলালেও বদলাচ্ছিলো না টস ভাগ্য। অবশেষে কয়েন পূরণ করল ভারতের চাওয়া।

বিশাখাপত্তমে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর আগে দলটি ওয়ানডেতে টস জিতেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর টানা ২০ ম্যাচে টস হেরে বিরল রেকর্ড গড়ে ভারতীয় দল।

গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে তিলক বর্মাকে খেলাচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকা নাদ্রে বার্গার ও টনি ডি জর্জির বদলে রেখেছে ওটিনেল বার্টম্যান ও রায়ান রিকেলটনকে।

ভারতে বছরের এই সময়টায় দিবারাত্রি ওয়ানডেতে টস বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ রান তাড়ায় রাতের বেলা শিশিরের সুবিধা পায় পরে ব্যাট করা দলগুলো। টস জিতে তাই আগে ফিল্ডিং করতে চায় সবাই। আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাও তা-ই করেছে। রাঁচিতে রান তাড়ায় ভারতকে হারাতে না পারলেও রায়পুরে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করে জিতে যায় তারা। দুই ম্যাচেই ভারতের হয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

এই সিরিজে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল অবশ্য বলছেন শিশির বিশাখাপত্তমে খুব বেশি প্রভাব ফেলবে না। কাজেই সেরা ক্রিকেট খেলেই সিরিজ জিততে হবে তাদের।

Related Articles

Latest Articles