1 C
New York

তাসনিয়া ফারিণের দ্বিতীয় গান ‘মন গলবে না’

নাটক, সিনেমা ও ওটিটি তিন মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। চলতি বছরের ঈদে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয়েছে তার। শাকিব খানের বিপরীতে আগামী ঈদে ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদিতে’ তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় আসেন তিনি।

আজ বৃহস্পতিবার তাসনিয়া ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে ‘মন গলবে না’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। এটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। 

গানটির ভিডিওতে পারফর্ম করেছেন ফারিণ ও ইমরান। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন নাহিয়ান আহমেদ। গানটিতে ড্রেসের ডিজাইন ও লুকের পরিকল্পনায় ছিলেন ফারিণ নিজেই। 

গানটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মন গলবে না’ গানটি প্রকাশ হওয়ার পর থেকে আমার বন্ধু, সহকর্মী ও পরিবারের মানুষজনের শুভেচ্ছায় ভাসছি। গানটি নিয়ে দর্শক তাদের ভালো-মন্দ জানাচ্ছেন। গানটি ভালোবেসে করেছি, এখন দেখা যাক কী হয়।

Related Articles

Latest Articles