35.5 C
New York
spot_img

মা দিবসে জলকন্যার যৌথ চিত্র প্রদর্শনী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’

মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। জলকন্যা নারীদের একটি সংগঠন। এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব রং ব্যবহার করা হয়, সেসব রঙের মাধ্যমে ছবি আঁকেন। তাই এর নাম জল+কন্যা=জলকন্যা। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যারা ছবি আঁকেন, সেসব শিল্পীরাই প্রধান্য পেয়ে থাকেন এই আয়োজনে। পাহাড় ও পাহাড়ের জীবন জলকন্যার নবম প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমের কাজ স্থান পেয়েছে।

১১ মে, ২০২৫, রোববার বিকালে ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে প্রদর্শনীর উব্দোধন করেন চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সুপার নিউমারী অধ্যাপক ফরিদা জামান এবং অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ। জলকন্যার ১২ জন শিল্পীর ৩৩টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী। এই আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার এবং প্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক পিএলসি।

সূচনা অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত ছিল। প্রথমে মা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয়ত প্রধান অতিথিদের কথা এবং তৃতীয়ত প্রদ্বীপ প্রজ্বলন। মায়েদের স্মরণে এবং সম্মানে কবিতা পাঠ ও দেশাত্ববোধক গান ও পাহাড়ি গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহী ফারহানা ও নিশাত জেসমিন এবং দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্বপ্না বার্ণাডেট ফ্রান্সিস এবং মাহবুবা সুলতানা এবং পাহাড়ী গান পরিবেশন করেন এলিনা চাকমা।

চিত্রলেখা গুহ বলেন, আমি ছিলাম আমার মায়ের মেয়ে এবং বিয়ের পর মা। একজন অভিনয়শিল্পী হয়ে কাজ করার সময় মায়ের দায়িত্ব পালন করা অনেক কষ্টের। অসুস্থ সন্তান গ্রীন রুমে রেখেও স্টেজে অভিনয় করতে হয়েছে। এবং তা পরিপূর্ণভাবেই করতে হয়েছে। কেউ বুঝতেই পারেনি আমার সন্তান অসুস্থ্য। সন্তান লালন–পালনে মায়েদের ভূমিকাই প্রধান বলে তিনি মনে করেন।

অধ্যাপক ফরিদা জামান বলেন, মা হিসেবে আমাদের অনেক কঠিন জায়গা থেকে আগাতে হয়। আমি শিল্পী হওয়ার বাসনা নিয়ে পড়াশোনা করি নি। কিন্তু চিত্রশিল্পী হয়েই ক্যারিয়ার গড়েছি। সন্তানদের নিজ হাতে আগলে রেখেছি। কর্মব্যস্ত মায়েদের জীবন–সংগ্রাম নিয়ে তিনি তার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, আজাদী পারভীন, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, তেরেজা ঈশা গমেজ, ফ্লোরা উর্মিলা রড্রিক, জ্যাকলিন রিয়া রোজারিও, মালেকা সুলতানা নূপুর, শামা সায়োম, মাহী ফারহানা, অপর্ণা তরপদার মৌ এবং সারিয়া মেহসা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles