-5.5 C
New York

শাকিব খান জানতে চেয়েছেন, আমি কাজ কম করি কেন: ঐশী

অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত নতুন সিনেমা ‘নূর’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এরই মধ্যে তিনি নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শেষ করেছেন।

ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ঐশী।

সিনেমা নিয়ে নিজের ভাবনা ও কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে ঐশী বলেন, ‘সোলজার সিনেমার টিমের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আমি অনেক হ্যাপি। কাজ করে যে মানসিক তৃপ্তি পাওয়া যায়, সেটি পেয়েছি। টিম ভালো হলে কাজটাও ভালো হয়।’

তিনি বলেন, ‘শুটিং করার প্রপার পরিবেশ থাকলে কাজ করতে আরাম পাওয়া যায়। পেশাদারিত্ব ছাড়া কাজ কঠিন হয়ে পড়ে। সেই হিসেবে “সোলজার” সিনেমার টিম সত্যিই ভালো।’

শাকিব খানের বিপরীতে প্রথমবার কাজ করা প্রসঙ্গে ঐশী বলেন, ‘শাকিব খানের সঙ্গে ১০ দিন শুটিং করেছি। আমার বেশিরভাগ কাজই তার সঙ্গে ছিল।’

কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘একজন সিনিয়র হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং সহযোগিতা করেছেন—এটি আমার ভালো লেগেছে। “সোলজার” করার আগে তার সঙ্গে আমার তেমন কথা হয়নি। একটি অনুষ্ঠানে একদিন সামান্য দেখা হয়েছিল। তবে নতুন সিনেমা করতে গিয়েই মূলত পরিচয়।’

শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো নার্ভাসনেস ছিল কি না—এ প্রশ্নে ঐশী বলেন, ‘তিনি অনেক বড় সুপারস্টার। তার সঙ্গে প্রথম সিনেমা—এই বিষয়টি নিয়ে একটু নার্ভাস ছিলাম। শুটিং সেটে তিনিই সবকিছু সহজ করে নেন, ফলে ভালোভাবেই শুটিং করেছি।’

শাকিব খানকে কেমন লেগেছে জানতে চাইলে ঐশী বলেন, ‘কাজ করতে গিয়ে মনে হয়েছে, তিনি সত্যিই বড় একজন সুপারস্টার। মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ নিজেকে হাইলাইট করে, নিজের কথা বেশি বলে, কিন্তু তিনি তা করেন না। কষ্ট বা পরিশ্রমের কাজকেও তিনি স্বাভাবিকভাবেই নেন। এসব বিষয় আমার ভালো লেগেছে।’

তিনি বলেন, ‘শাকিব খান খুবই পরিশ্রমী। প্রচণ্ড পরিশ্রম করতে পারেন এবং সততার সঙ্গে কাজ করেন। কেউ কিছু বললে তিনি হাসিমুখেই কথা বলেন।’

নিজের সম্পর্কে শাকিব খানের মন্তব্য প্রসঙ্গে ঐশী বলেন, ‘তার কাছ থেকে শুনতে হয়েছে—আমি কাজ কম করি কেন। আমি বলেছি, সব কাজে অভিজ্ঞতা ভালো হয় না। কিছু কাজে অপেশাদারিত্ব ছিল। তবে আমি কাজ করতে চাই, কাজ ভালোবাসি। “সোলজার”-এর মতো ভালো ভালো টিমের সঙ্গে কাজ করতে চাই।’

সিনেমা নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে ঐশী বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজছি। সুযোগের দরকার। তবে সিনেমা করতে চাই, অভিনয় করতে চাই।’

Related Articles

Latest Articles