-4.6 C
New York

দুর্নীতিবাজদের হাত অবশ করে দেবো: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের হাতে মুড়িয়ে ব্যান্ডেজ করে অবশ করে দেবো। এই দেশে কেউ নেতা হলেই ৫ বছরে তার সম্পদ পাঁচশ গুণ বেড়ে যায়। আমরা ক্ষমতায় আসলে এই নীতি বদলে দেবো।

আজ সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমাদের নেতাকর্মীরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরেছেন। আমরা তাদের ত্যাগকে বৃথা যেতে দেবো না। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, সংগ্রাম চলবে।

তিনি বলেন, ইসলামী জোট ক্ষমতায় আসলে মা-বোনেরা রাস্তায় একমাত্র আল্লাহকে ভয় করে চলবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। যারা রাস্তাঘাটে মা-বোনকে সম্মান করে না আমরা ধরে নেবো, তারা তার মাকে সম্মান করে না। 

জামায়াত আমির বলেন, আমরা কোনো জেলাকে প্রেসিডেন্টের জেলা, প্রধানমন্ত্রী বা মন্ত্রীর জেলা হিসেবে দেখতে চাই না। আমাদের কাছে সব জেলা সমান গুরুত্ব পাবে। সব জেলাতেই সমান উন্নয়ন করা হবে। সব জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। চিকিৎসকরা যেন মফস্বল এলাকায় থাকেন, সেই ব্যবস্থা করা হবে। 

তিনি আরও বলেন, ঝিনাইদহ থেকে যশোর যেতে হলে ভালো মানুষ অর্ধমৃত হয়ে যায়। রাষ্ট্রীয় ফান্ডের টাকা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়ে বিদেশে পাঠিয়েছে। এই কারণে এসব উন্নয়ন হয়নি।

জামায়াত আমির আরও বলেন, সারা দেশের মতো ঝিনাইদহেও আগের থেকে চাঁদা বেশি দিতে হয়। মনে রাখবেন—ভিক্ষা করা হারাম নয়, চাঁদাবাজি হারাম। এই চাঁদাবাজি বন্ধ করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। 

Related Articles

Latest Articles