-3 C
New York

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ নারীর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল রেলস্টেশনের বাজার গেট এলাকায় ঢাকা–ভৈরব রেলরুটে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন (৩৫)। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। নিহত নারীর দুই সন্তানের নাম তাবাসসুম (৮) ও মারুফ (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাফেজা খাতুন ও তার দুই সন্তান রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনাজনিত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নরসিংদী রেলস্টেশনের রেলওয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’ 

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Related Articles

Latest Articles