-3 C
New York

‘জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে’, নতুন নাটক প্রসঙ্গে দীপা খন্দকার

দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ । নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সোয়া ১০টায় প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে।

পারিবারিক সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি আর টানাপোড়েনের গল্প নিয়ে নাটকটি তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, তাতে বেশ উচ্ছ্বসিত তিনি।

দীপা খন্দকার বলেন, ‘আমাদের জেনারেশনের বেশির ভাগ শিল্পীরই এখন কাজ নেই বললেই চলে। আমরা একটা ট্রানজিশন বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা এখন আর নায়িকার চরিত্র করতে পারি না, আমাদের জন্য ভিন্ন ধরনের চরিত্র প্রয়োজন হয়। কিন্তু সব নাটকে তেমন চরিত্র থাকে না।’

তিনি আরও বলেন, ‘তবে এই নাটকটি করার পর সেদিন একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সেখানে আমাকে রীতিমতো জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে। বিশেষ করে বয়স্ক মানুষেরাও নাটকটির কথা বলছেন। এমন প্রশংসা শুনলে মন ভরে যায়।’

‘এটা আমাদেরই গল্প’ নাটকে দীপা খন্দকার ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, সুনেরাহ বিনতে কামাল, কেয়া পায়েল, খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদসহ আরও অনেকে।

Related Articles

Latest Articles